Breaking News

প্রচ্ছদ > বিদেশে উচ্চ শিক্ষা

ইউরোপে পড়াশুনা তথা স্টুডেন্ট ভিসার আবেদন করতে কোন দেশে কত টাকার ব্যাঙ্ক স্টেটমেন্টস লাগবে??

নিজস্ব প্রতিবেধক
ইউরোপে পড়াশুনা তথা স্টুডেন্ট ভিসার আবেদন করতে কোন দেশে কত টাকার ব্যাঙ্ক স্টেটমেন্টস লাগবে??

প্রিয় easynews24.com এর সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। ইউরোপের উচ্চশিক্ষার একটি অবিচ্ছেদ্য শর্ত হলো আপনি আর্থিক ভাবে সাবলম্বী কি না?আপনি আপনার পড়াশুনা চালিয়ে যেতে পারবেন কি না? ভিসা আবেদনের আগে আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকার ব্যাঙ্ক সলভেনসি সার্টিফিকেট দেখাতে হবে যা আপনার আর্থিক দিক দিয়ে প্রমান দেবে যে আপনি ইউরোপ আসার পর পড়াশুনার খরচ বা থাকা খাওয়ার খরচ বহন করতে সক্ষম হবেন।আজ আমাদের আলোচনার বিষয় হল কোন দেশের জন্য কি পরিমান টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে স্টুডেন্ট কাউনসিলরকে বা এম্বেসীতে।

ব্যাঙ্ক স্টেটমেন্ট তা মূলত এক বছরের থাকা খাওয়ার জন্য ওই দেশের Living expenses এর ১২ মাসের সমপরিমাণ টাকা দেখাতে হয়। যেমন ধরুন জার্মানিতে এক মাসে ৬৭০ ইউরো খরচ হয় সেই ক্ষেত্রে আপনাকে ১২*৬৭০ =৮০৪০ ইউরো এক বছরে দেখাতে হবে এবং দেশে ভেদে কেমন হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট তার উপর একটা সংক্ষিত বর্ণনা আমরা দিচ্ছি।এর সাথে আবার রয়েছে কোন কোন দেশের ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে। আর এই ব্লক একাউন্ট কি সেটাও আমরা নিন্মে আলোচনা করবো।

আশা করি বিষয়গুলো ইউরোপে পড়তে ইচ্ছুক ভাই – বোনদের কাজে আসবে।

প্রথমে বলে নেই ব্লক একাউন্ট এর ব্যাপারে। ব্লক একাউন্ট সম্পর্কে অনেকের ধারণা না ও থাকতে পারে। ব্লক একাউন্ট হচ্ছে নরমালি একটি ব্যাঙ্ক একাউন্ট। যেই একাউন্ট থেকে আপনি চাইলেও নির্দিষ্ট পরিমান টাকা ছাড়া সব টাকা একত্রে তুলতে পারবেন না। আর বিশেষ ক্ষেত্রে সম্পুর্ন টাকা ব্লক করা হতে পারে যতক্ষণ পর্যন্ত না আপনার ভিসার প্রক্রিয়া শেষ হচ্ছে। ইউনিভার্সিটি থেকে কনফার্ম admission letter পাওয়ার পর সাধারণত এই ব্লক একাউন্ট করতে বলা হয়। এম্বেসীতে ভিসা আবেদনের পরে সম্পূর্ণ টাকা ব্লক করতে (ইমিগ্রেশন রুলস অনুযায়ী) ভিসা নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের ব্যাঙ্ক থেকে ব্লক একাউন্ট এর টাকা গুলো ওই দেশের ব্যাঙ্ক একাউন্ট এ ট্রান্সফার করতে হবে। যে খানে আপনি পড়াশুনা করতে আবেদন করেছেন। টাকা ট্রান্সফার এর ব্যাপারে এম্বেসী ও ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস আপনাকে সাহায্য করবে।টেনশন করার কোন কারণ নাই।এই টাকা আপনার কাজেই আসবে।

কোন কোন দেশে ব্লক একাউন্ট দেখাতে হবে ?

১#জার্মানি এর ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে। টাকার পরিমান ৮০৪০ ইউরো। বাংলাদেশী টাকায় ৮ লক্ষ ৪ হাজার প্রায় ( কম বেশি হতে পারে দর অনুযায়ী )

২# নরওয়ে এর ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে। টাকার পরিমান ৯২০০০ নরওয়েজিয়ান ক্রোনা=১২৫০০ ইউরো = ১৩ লক্ষ টাকা ।

#ব্রিটেন এর ক্ষেত্রে ১০০০০ পাউন্ড.= ১২ লক্ষ টাকা ।

#সুইডেনের ক্ষেত্রে ৮৭৫০০ সুইডিশ ক্রোনা =১০.৫ লক্ষ টাকা ।

#ফিন্লান্ডের ক্ষেত্রে ৬৭২০ ইউরো ( বেশি দেখাতে পারলে সমসা নাই )।

#আয়ারল্যান্ড এর ক্ষেত্রে ৮০০০ ইউরো = ৮ লক্ষ টাকা ।

#অস্ট্রিয়া এর ক্ষেত্রে ৬৫০০ ইউরো = ৬ লক্ষ ৫০ হাজার টাকা।

#পোল্যান্ড ৫৫০০ USD . ৪ লক্ষ টাকা প্রায় ।

# লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ৪৫০০-৫০০০ ইউরো = ৪.৫ -৫.০ লক্ষ টাকা।

#ইতালির ক্ষেত্রে ৯ লক্ষ টাকা।

# বেলজিয়াম + নেদারল্যান্ড এর ক্ষেত্রে ৭৫০০ ইউরো =৭.৫ লক্ষ টাকা।

# পর্তুগালের জন্য ৫০০০ ইউরো =৫ লক্ষ টাকা।

#স্পেন এর ক্ষেত্রে ৬ লক্ষ।

# রোমানিয়া , বুলগেরিয়া এর ক্ষেত্রে ৪ লক্ষ টাকা।

# সাইপ্রাস এর ক্ষেত্রে ৫০০০ ইউরো = ৫ লক্ষ টাকা ।

***** For more information Please contact us.
 Contact Details:-
 Md. Mafuzul Alam
 Country Manager
 &
 Visa Section
 Mobile : +88 01943680910
 Phone : +88 02 8418353
 E-mail : info.unityglobalnetwork@gmail.com
 Web : www.unityglobalnetwork.com
 Physical Office Address:
 Suit # 401, 3rd Floor, Road # 13
 Anannya Shopping Complex
 Baridhara DOHS, Dhaka-1206
 Bangladesh

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD